সিরাজগঞ্জে ভটভটির ধাক্কায় ভাইবোনসহ নিহত ৩

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৮:৩২ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশে ভটভটির ধাক্কায় একই পরিবারের দুই শিশু ভাই বোনসহ ৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে তাড়াশ পৌর এলাকার উলিপুর মোড়ে এ দুর্ঘটনা 

নিহতরা হলেন— তাড়াশ পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলামের মেয়ে তুবা (৮ মাস) ও ছেলে জনি (১২) এবং একই এলাকার কোহিত মহল্লার মৃত বাহাদুর আলীর ছেলে হাইপোত আলী (৪৫)।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার সকালে শিশু বোন তুবা ও ভাই জনি এবং হাইপোত আলী অটোরিকশায় যাচ্ছিলেন। পথে উল্লেখিত স্থানে পৌঁছালে পেছন থেকে একটি গরু ভর্তি ভটভটি তাদের চাপা দেয়। এতে ওই দুই ভাই-বোনসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনজনই মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এদিকে একই পরিবারের ২ শিশুসহ ৩ জন নিহতের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।