নকলায় কন্যাশিশু দিবসে ৩২ কিশোরী পেলেন সনদপত্র ও উপহার
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৯:০২ | অনলাইন সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুর নকলায় জাতীয় কন্যাশিশু দিবসটি উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও উপজেলার ৩২ কিশোরীকে সনদপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
‘আমি কন্যাশিশু, স্বপ্নে গড়ি, সাহসে লড়ি; দেশের কল্যাণে কাজ করি’ এই প্রাতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও’ এই স্লোগানকে ধারণ করে স্বপ্নসারথি ও অংশীজনের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আল সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম সারোয়ারসহ স্বপ্নসারথি দলের কিশোরী সদস্যদের প্রতিনিধি নাশিতা আক্তার, শশী, মোছা. নাসরিন ও লিজা আক্তার প্রমুখ।
আলোচনা সভার পরে উপজেলার ১০টি স্বপ্নসারথি দলের ৩২ জন ১৮ বছর পুর্ণ করা কিশোরীদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের হাতে সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা-উপজেলার কর্মকর্তাসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্বপ্নসারথি দলের কিশোরী, স্থানীয় গান্যমান্য ব্যক্তিবর্গ ও অংশীজন উপস্থিত ছিলেন।
