বিশ্ব দৃষ্টি দিবসে শায়েস্তাগঞ্জে র‌্যালী ও সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ২০:২৭ | অনলাইন সংস্করণ

  হবিগঞ্জ প্রতিনিধি

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উপলক্ষ্যে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে র‌্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার মৌলভীবাজার বিএনএসবি হাসপাতালের শায়েস্তাগঞ্জ শাখার আয়োজনে ওয়ার্কশপ এলাকায় র‌্যালী শেষে সাফওয়ান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়।

শায়েস্তাগঞ্জ শাখার পেক ইনচার্জ বিদ্যুৎ কুমার দেবনাথের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর যুবদলের আহ্বায়ক প্রভাষক কামরুল হাসান রিপন, সদস্য সচিব সাবেক পৌর কাউন্সিলর ফাহিন হোসেন, যুবদল নেতা সাবেক পৌর কাউন্সিলর আব্দুল আহাদ, যুগ্ম-আহ্বায়ক আবু নাসের পারভেজ, ৮নং ওয়ার্ড যুবদল সভাপতি আব্দুস সালাম, থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহমান কনক, সাফওয়ান স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ব্যবসায়ী সোহেল আহমেদ প্রমুখ।

এতে অংশগ্রহণ করেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন।