নকলায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিসি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ২১:১৬ | অনলাইন সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন দপ্তর-অধিদপ্তরাধীন সরকারি উন্নয়নমূলক চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন শেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সদর ভূমি অফিস, গুচ্ছগ্রাম প্রকল্প, চলমান ২টি উন্নয়ন প্রকল্প, জানকীপুর কমিউনিটি ক্লিনিক এবং ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে উপহার দেওয়া এক ভিক্ষুকের মুদি দোকানসহ উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন।
ভূমি অফিস পরিদর্শনের সময় সেবা গ্রহীতাদের সাথে, গুচ্ছগ্রাম প্রকল্প পরিদর্শনের সময় সুবিধাভোগী পরিবারের সদস্যদের সাথে, উন্নয়ন প্রকল্প পরিদর্শনের সময় প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্টজনের সাথে, কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের সময় চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে আলাপ করে তাদের মতামত সংগ্রহ করেন তিনি। পরিদর্শন পূর্বক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ করে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ভিক্ষুককে মুদি দোকান চালুর মাধ্যমে আয়-উপার্জনের পথ তৈরি করে দেওয়ার লক্ষ্যে উপহার হিসেবে দেওয়া দোকান পরিদর্শনের সময় দোকানের সামনে রাখা বেঞ্চে বসে দোকানদার ও খরিতদারদের সাথে আলাপ আলোচনা করেন। পুনর্বাসন ও স্বনির্ভরতার মানবিক ও বাস্তবসম্মত পদক্ষেপের সফলতা সম্পর্কে অবগত হতে দোকানদার ও স্থানীয়দের অনুভূতি জানার উদ্দেশ্যে উন্মুক্ত আলাপ আলোচনা করায় স্থানীয় সবার নজর কেড়েছেন ডিসি তরফদার মাহমুদুর রহমান।
ডিসির সাথে নির্ভয়ে মন খুলে কথা বলার সুযোগ পাওয়া স্থানীয়রা তাদের আবেগ প্রকাশ করতে গিয়ে সংবাদকর্মীদের বলেন, ‘সারা দেশের সকল জেলা প্রশাসকগণ যদি আমাদের শেরপুরের ডিসি স্যারের মতো মানবিক ও জনবান্ধব হতেন। সরাসরি মাঠে ময়দানে গিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করতেন তাহলে দেশ অনেক উন্নত থাকতো। অন্তত দেশের প্রতিটি এলাকায় এতো দুর্নীতিবাজের জন্ম হতো না।’
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান জানান, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা ও মানবিক উন্নয়ন পৌঁছে দিতে প্রশাসন সদা তৎপর। জনসেবার মানোন্নয়নে ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সমূহ সঠিকভাবে সম্পন্ন করতে জেলা-উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা অঙ্গীকারবদ্ধ।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের কার্যসহকারী তারেকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে, জেলা প্রশাসক উপজেলা পরিষদ প্রাঙ্গণে হাজির হলে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি উপস্থিত ছিলেন।
