ভারতে আটক ১৮ বাংলাদেশি ফিরলেন, পরিবারের কাছে হস্তান্তর
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১০:০৭ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক আরও ১৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার সাতক্ষীরা সদর থানা থেকে যাচাই-বাছাই শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় ভারতের হাকিমপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এবং বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই বৈঠকের মাধ্যমেই ১৮ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এরপর রাতেই হস্তান্তরকৃতদের সাতক্ষীরা সদর থানায় হেফাজতে নেয় বিজিবি।
বিজিবি জানায়, গত মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ ১৮ বাংলাদেশিকে আটক করে। পরে পরদিন সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
বৈঠকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বিজিবি-৩৩ ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেম।
হস্তান্তরকৃতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভড়ভড়িয়া গ্রামের জিন্টু মোল্যা, তার স্ত্রী রাবেয়া খাতুন, এক বছর বয়সী ছেলে রায়হান মোল্যা, আবাদচন্ডিপুর গ্রামের মহব্বত ঢালী ও তার পরিবার, নূর ইসলাম ও তার স্ত্রী-মেয়ে, দাতিনাখালী গ্রামের উমর ফারুক ও পরিবারের সদস্যরা, এবং খুলনার বয়রা এলাকার ফারুক সরদার, তার স্ত্রী রীনা বেগম ও সন্তানরা।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, থানায় সোপর্দ করা ১৮ জনকে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
