সড়কে মাছের পোনা ছেড়ে হাসনাতের অভিনব প্রতিবাদ
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১৬:২৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দেবিদ্বারে খানাখন্দে ভরা সড়কের দুরবস্থার প্রতিবাদে অভিনব এক কর্মসূচি নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি সড়কের গর্তে মাছের পোনা ছেড়ে ভিন্নভাবে জনদুর্ভোগের প্রতিবাদ জানিয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে গণসংযোগকালে দেবিদ্বার উপজেলার কাচিসার এলাকায় দেবিদ্বার-চান্দিনা সড়কে জমে থাকা পানিতে তিনি মাছের পোনা অবমুক্ত করেন।
স্থানীয়রা জানান, দেবিদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ পথ নয়, এটি ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রায় ১৪ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বড় বড় গর্তে ভরে গেছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে থাকে, এতে যানবাহন চলাচলে চরম ভোগান্তি তৈরি হয় এবং দুর্ঘটনাও ঘটে নিয়মিত।
এই পরিস্থিতির প্রতিবাদে সড়কের গর্তে মাছের পোনা ছেড়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কয়েক দিন আগে একজন শ্রমিক দুর্ঘটনায় মারা গেছেন। যদি সড়ক সংস্কার না করা হয়, তাহলে বরং এখানে মাছ চাষ করুন—অন্তত মানুষ কিছু মাছ খেতে পারবে।”
তিনি আরও বলেন, “দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ যে এখানে মাছ চাষ সম্ভব। আমি মাছ ছেড়েছি, আপনারাও ছাড়ুন, দেখি এতে কিছু হয় কি না।”
প্রতিবাদের সময় স্থানীয় অনেক বাসিন্দা হাসনাত আবদুল্লাহর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং তার কর্মসূচিতে যোগ দেন।
