ভাড়া বাসায় মিলল গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ২১:২৬ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে একটি ভাড়া বাসা থেকে পিয়ারা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার পাকশী ইপিজেড গেইট এলাকার একটি ভাড়াবাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ পিয়ারা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া এলাকার হাফিজুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, হাফিজুর রহমান ও তার স্ত্রী পাকশী ইপিজেড গেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। মূলত তারা ইপিজেডে চাকরি করার উদ্দেশ্যে গত মাসে ওই এলাকায় জনৈক রিপনের বাড়িতে বাসা ভাড়া নেন। আজ সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হলেও তার স্বামীকে পাওয়া যায়নি। তাদের স্বামী-স্ত্রীর মধ‍্যে প্রায়শই ঝগড়াঝাঁটি লেগে থাকতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে হাফিজুর তার স্ত্রী পিয়ারাকে হত‍্যা করে পালিয়ে গেছে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গত মাসের মাঝামাঝি পাকশী ইপিজেড গেট এলাকায় একটি বাড়িতে বাসা ভাড়া নেন স্বামী-স্ত্রী। তারা ইপিজেডে চাকরি করার জন‍্য ওই এলাকায় এসে রিপন নামে এক ব্যক্তির বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে। ওই গৃহবধূর স্বামীকে এখনো গ্রেপ্তার করা যায়নি।