চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১৬:০৩ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা শহরের বিজিবি সদর দপ্তরের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহফুজুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নিহত মাহফুজুর রহমান হাজরাহাটী গ্রামের ইসুব আলীর ছেলে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস বিজিবি সদর দপ্তরের সামনে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলসহ মাহফুজুর রহমান ও আরও তিনজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহফুজুর রহমান নিহত হন এবং বাকি তিনজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
