ফুলবাড়ীতে নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ২১:০২ | অনলাইন সংস্করণ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মরহুম শামছুল পাগলার স্মৃতিস্মরণে সাতদিনব্যাপী ঐতিহ্যবাহী ডিঙি নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি খাড়াপাড়া এলাকায় বারমাসিয়া নদীতে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা দেখতে নদীর দুই তীরে জড়ো হয় হাজারো দর্শনার্থী। এ সময় দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে বারমাসিয়া নদীর দুই পাড়।
ডিঙি নৌকার ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মো. সোহেল হোসনাইন কায়কোবাদ। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এর আগে ২৯ সেপ্টেম্বর খাড়াপাড়া তরুণ যুব সমাজের উদ্যোগে মরহুম শামছুল পাগলার স্মৃতিস্মরণে সাতদিনব্যাপী ডিঙি নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
ডিঙি নৌকা বাইচে প্রথম পুরস্কার বিজয়ী হয়েছে বোয়াইলবাড়ী এলাকার একতা সৈনিক দল, দ্বিতীয় পুরস্কার বিজয়ী খাড়াপাড়া এলাকার খাজা বাবা নিজামুদ্দিন আওলিয়া দল, তৃতীয় পুরস্কার পেয়েছে আনন্দবাজার এলাকার দাদা-নাতি দল এবং চতুর্থ পুরস্কার অর্জন করেছে ওয়াপদা বাজার এলাকার আলোকিত ওয়াপদা বাজার দল।
প্রতিযোগিতা শেষে সন্ধ্যা ৬টার দিকে প্রধান অতিথি বিজয়ী বাইচালদের হাতে পুরস্কার তুলে দেন। প্রথম পুরস্কার: ১টি বড় খাঁসি; দ্বিতীয় পুরস্কার: ১টি ছোট খাঁসি; তৃতীয় পুরস্কার: ১টি বাটন মোবাইল ফোন; চতুর্থ পুরস্কার: ১টি দেয়াল ঘড়ি
আয়োজক কমিটির অন্যতম সদস্য আমির হোসেন মুন্সি ও দুলাল মিয়া জানান, “মরহুম শামছুল পাগলার ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির উদ্দেশ্যে এই সাতদিনব্যাপী ডিঙি নৌকা বাইচের আয়োজন করা হয়। আমাদের নিজস্ব উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় স্থানীয়সহ দূর-দূরান্ত থেকে মোট ১২টি ডিঙি নৌকা অংশ নেয়। প্রথমবারের মতো এ এলাকায় এমন আয়োজন হওয়ায় হাজারো নারী-পুরুষ, শিশু-কিশোর প্রতিযোগিতা দেখতে আসে এবং উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করে।”
