ফুলবাড়ীতে জামায়াতের অমুসলিম সহযোগী সদস্য সম্মেলন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ২১:৪১ | অনলাইন সংস্করণ

  ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয় হলরুমে অমুসলিম সহযোগী সদস্যগণের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা মো. আব্দুল মালেকের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদের সদস্য ও কুড়িগ্রাম জেলা সভাপতি, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জামায়াত মনোনীত প্রার্থী এ্যাড. ইয়াছিন আলী সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শুরা সদস্য ও সাবেক ফুলবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মাষ্টার এবং উপজেলা সেক্রেটারি মা. আব্দুর রহমান।

এছাড়া আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শ্রী সনজিৎ রায়, শ্রী রনজিত সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা সভাপতি মা. সেকেন্দার আলী, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি বেলাল মাষ্টার এবং সদর ইউনিয়ন আমির সাইদুর রহমান প্রমুখ।