রংপুরে সাড়ে ৮ লাখ শিশু-কিশোর পাচ্ছে টাইফয়েডের টিকা
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ২১:২৮ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুর জেলায় সাড়ে ৮ লাখ শিশু-কিশোরকে টাইফয়েডের টিকা দেয়া হচ্ছে।
রোববার (১২ অক্টোবর) সকালে এ উপলক্ষ্যে রংপুর জিলা স্কুল অডিটরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
এদিকে রংপুর সিটি করপোরেশন প্রশাসক মোহাম্মদ আশরাফুল ইসলাম রংপুর নগরীর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে এ কর্মসূচির উদ্বোধন করেন। এখানে ২ হাজার শিক্ষার্থীর মাঝে টাইফয়েড টিকা দেয়া হবে। এছাড়া সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের ১৯৮ জন স্বাস্থ্যকর্মীর তত্বাবধানে স্বেচ্ছাসেবকরা এ ব্যাপারে দায়িত্ব পালন করছেন। এসময় সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান এবনে তাজ উপস্থিত ছিলেন।
অপর দিকে রোববার সকালে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের ধাপেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এসময় জেলা সিভিল সার্জন ডাক্তার শাহীন সুলতানা উপস্থিত ছিলেন। কর্মসূচি সফল করতে ১ হাজার ৯১৬টি টিমের আওতায় ৫ হাজার ৭৪৮ জন ভলান্টিয়ার দায়িত্ব পালন করছেন। প্রথম পর্যায়ে মোট ৩ হাজার ২৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।
