হোসেনপুর মহিলা কলেজে শিক্ষকদের কর্মবিরতি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৬:৪১ | অনলাইন সংস্করণ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ও ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদানসহ চার দফা দাবিতে হোসেনপুর মহিলা কলেজে শিক্ষক-কর্মচারীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করছেন।
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে এই কর্মসূচি শুরু হওয়ায় হোসেনপুর মহিলা কলেজে ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ডাকে এই কর্মবিরতি পালিত হচ্ছে।
রোববার ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদেও এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেতারা। সারাদেশের ন্যায় হোসেনপুর মহিলা কলেজে শিক্ষকরা উপস্থিত থাকলেও তারা পাঠদান থেকে বিরত রয়েছেন।
রোববার রাজধানীতে প্রেসক্লাবের সামনে ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ চারটি দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখানে থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।
কলেজের শিক্ষকরা বলেন, আমাদের এই যৌক্তিক দাবি যত দ্রুত অন্তবর্তীকালীন সরকার মেনে নেবেন তত দ্রুত আমরা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করব। তাই আমাদের দাবি ২০ শতাংশ বাড়ি ভাড়া, এক হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন দ্রুত করে দিন।
হোসেনপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, উপজেলায় এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষকরা ন্যায্য দাবি আদায়ের জন্য ক্লাস বর্জন করেছেন।
