মেহেরপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭০ নেতাকর্মী

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৮:১৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মেহেরপুর সদরে বিএনপির ৭০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

রোববার (১২ অক্টোবর) উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এশার নামাজের পর আয়োজিত এক অনুষ্ঠানে ফুল দিয়ে ও দোয়া মোনাজাতের মাধ্যমে নতুন যোগদানকারীদের স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির ও মেহেরপুর-১ আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান।

তিনি বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গঠনের আন্দোলনে জামায়াত সবসময় জনগণের পাশে আছে। এই যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ইকবাল হুসাইন, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, রাজনৈতিক সেক্রেটারি কাজি রুহুল আমিন, সদর উপজেলা আমির সোহেল রানা, পৌর শাখার আমির সোহেল রানা ডলার, উপজেলা সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাব্বারুল ইসলাম মাষ্টার, শ্যামপুর ইউনিয়ন আমির মাওলানা মফিদুল ইসলাম, সেক্রেটারি মকলেছুর রহমান, ওয়ার্ড সভাপতি ইমাদুল হকসহ শ্যামপুর ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয় নেতারা জানান, নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের জামায়াতে যোগদান রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে।