তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৮:৫৭ | অনলাইন সংস্করণ

  তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

‘সমন্বিত উদ্যোগ-প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

তাড়াইল উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে র‍্যালি, ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে তাড়াইল সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা ও মহড়ায় মিলিত হয়।

দ্বিতীয় পর্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের মহড়া অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকী প্রমুখ।