সিরাজগঞ্জে দুস্থ মহিলাদের মাঝে ভিডব্লিউবি’র চাল বিতরণ
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৯:৫১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি’র চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ওই উপজেলার ৫ নং খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে ৯টি ওয়ার্ডের ৩৮৮ জন কার্ডধারীর মাঝে এ চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রিয়াজ হোসেন।
খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, ইউপি সচিব হাফিজুর রহমান, ইউপি সদস্য শাহিন সিকদার, আবু সাইদ, রবিউল ইসলাম, আমিরুল ইসলাম সুরুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি বলেন, “ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য ও প্রান্তিক অবস্থায় থাকা নারীরা সহায়তা পাচ্ছেন। এতে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে এবং জীবিকা উন্নয়নের সুযোগও তৈরি হচ্ছে। উপকারভোগীরা সঠিকভাবে কার্ড ও খাদ্যশস্যের সুবিধা পান সে বিষয়ে আমরা সজাগ রয়েছি।”
