ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ২০:০৮ | অনলাইন সংস্করণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলার শৈলী কিন্ডারগার্টেন স্কুলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিছ এম্বাসেডর গ্রুপ ঈশ্বরগঞ্জ উপজেলা কমিটির যৌথ উদ্যোগে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ঈশ্বরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সুজন সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক নীলকন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় সভায় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, ঈশ্বরগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ, সজনের সহসভাপতি অলক ঘোষ ছোটন, ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের সদস্য মো. ইসহাক প্রমুখ।
সভায় বক্তারা আন্তর্জাতিক অহিংস দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজ ও রাষ্ট্রে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। একই সাথে তারা অধিকারের প্রশ্নে মানুষকে সচেতন, সংগঠিত ও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বক্তারা দৃঢ়তার সাথে বলেন, সংগঠিত মানুষের সমন্বিত শক্তি ও কার্যকর উদ্যোগই পারে সমাজের বিবর্তনকে ইতিবাচকভাবে ত্বরান্বিত করতে। এই লক্ষ্য অর্জনে সকলকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
