চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় নিহত ১
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৫:০৮ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জয়নাল (৫০) নামে নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোবিন্দপুরে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন— খাজা মন্ডল (৫৭), জহির মন্ডল (৫২) ও দিপু (২৮)।
আহতদেরকে অবস্থা আশঙ্কা জনক। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ার উন্নত চিকিৎসার জন্য ৩ জনকেই ঢাকা মেডিকেল ও রাজশাহী মেডিকেলে রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে খাজা মণ্ডল, জাহির, জয়নাল ও দিপু পার্শ্ববর্তী মাঠে কাজ করতে যান। তারা কাজ করার সময় একই গ্রামের নুরুল পেশকার, হকি, ইয়ান, আলী হোসেন সহ ১০-১৫ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হয়। তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, চারজনের শরীরে ধারাল অস্ত্রের আঘাতে ক্ষত হয়েছে৷ সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে জয়নাল মন্ডল মারা যান।
নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, জায়গা জমি নিয়ে একই গ্রামের নুরুল হক পেশকারের সঙ্গে তাদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকালে মাঠে চারজন কাজ করছিলেন। এ সময় নরুল হক পেশকার সহ তার লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এই সময় চারজনকেই এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
তারা আরও বলেন, সবার অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলাকালে দুপুরে জয়নাল মন্ডল মারা যায়। আমরা অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি জানাই।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। নিহত জয়নাল মন্ডলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
