রংপুরে বিএসটিআইর ৫৬তম বিশ্ব মান দিবস পালিত
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৬:২৭ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে – মান’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রংপুরে বিএসটিআই’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৬তম বিশ্ব মান দিবস।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম ও রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. মজিদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম, রংপুর ক্যাবের সভাপতি মো. আব্দুর রহমান ছাড়াও রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিও পরিচালক রসিদুস সুলতান বাবলু এবং রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি গোলাম জাকারিয়া পিন্টু।
ডিসি মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুরের উপপরিচালক ও অফিস প্রধান প্রকৌ. মুবিন-উল-ইসলাম।
তিনি বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশ আইএসও‘র সদস্য পদ লাভের পর থেকে দেশে প্রতি বছর এ দিবস পালন করে আসছে। আইএসও সদস্যভুক্ত বিশ্বের ১৭৭টি দেশের সাথে একাত্ম হয়ে বাংলাদেশেও এ বছর যথাযথ মর্যাদায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি উদযাপনের মাধ্যমে ৫৬তম বিশ্ব মান দিবস পালিত হচ্ছে। তিনি গত এক বছরে রংপুর বিভাগের প্রতিটি জেলা এবং উপজেলায় সচেতনতামূলক কার্যক্রম ছাড়াও সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন।
অনুষ্ঠানে শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
