ফরিদপুরে পরিবহনের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৮:০৬ | অনলাইন সংস্করণ

  বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় শাহানুর বাবু (২৬) নামে এক মোটরসাইকেলচালক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এসময় আরিফ ইসলাম (২৭) নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহানুর বাবু আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে অনার্স শেষ করে রাজেন্দ্র কলেজে মাস্টার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি উপজেলার পাড়াগ্রাম উত্তরপাড়া গ্রামের মৃত মান্নান মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা থেকে এক বন্ধুকে নিয়ে ফরিদপুর যাওয়ার পথে কাদিরদী নামক স্থানে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহানুর বাবুর মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা আরিফ ইসলাম আহত হন।

আহত আরিফ বলেন, “দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে হাসপাতালে নেওয়ার পথে শাহানুর বাবু মারা যান। আমি অল্পের জন্য বেঁচে গেছি, সামান্য আহত হয়েছি। স্থানটি ভালোভাবে চিনতে না পারলেও মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কাদিরদীর আশপাশে ঘটনাটি ঘটেছে।”

নিহত শাহানুর বাবুর চাচা রিয়াজ মোস্তাফিজ বলেন, “গোল্ডেন লাইন পরিবহনের বাস বিভিন্ন রুটে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হয়। আমার ভাতিজা তার বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে ফরিদপুর যাচ্ছিল। পথে কাদিরদী এলাকায় পরিবহনের ধাক্কায় দুর্ঘটনা ঘটে, এতে একজন নিহত ও আরেকজন আহত হয়।”

এ বিষয়ে বক্তব্য জানতে গোল্ডেন লাইন পরিবহনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. আলামিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”