সখীপুরে ২ হোটেল মালিককে জরিমানা

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৯:৩১ | অনলাইন সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে দুই হোটেল মালিককে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা বাজারে আফিয়া বারবিকিউকে ১৫ হাজার এবং তানজিনা হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। 

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) শামছুন নাহার শীলা বলেন, ভোক্তা সংরক্ষণ আইনে আফিয়া বারবিকিউ এর স্বত্বাধিকারী আসলাম মিয়া ও তানজিলা হোটেলের স্বত্বাধিকারী শাহাদাৎ হোসেনকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।