শীতের আগাম টমেটো চাষে সাফল্যের আশায় কৃষক ইয়াকুব
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ২০:২৫ | অনলাইন সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে শীতকালীন বিষমুক্ত টমেটো চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন কৃষক ইয়াকুব আলী। সামান্য খরচে বেশি লাভের সম্ভাবনা থাকায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এ পদ্ধতির টমেটো চাষ।
কমলগঞ্জ পৌরসভার নগর গ্রামের কৃষক ইয়াকুব আলীর টমেটো ক্ষেত এখন আশেপাশের কৃষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
উৎসুক চাষিরা টমেটো ক্ষেত দেখতে প্রতিদিন বাগানে আসছেন। সবুজে ঘেরা টমেটো গাছে থোকায় থোকায় ঝুলছে টমেটো। একই অবস্থা উপজেলার মাধবপুর, মুন্সীবাজার, আদমপুর, আলীনগর ও ইসলামপুর এলাকায়ও। শীতকালীন আগাম টমেটোর বাম্পার ফলনের আশা করছেন কয়েক শত কৃষক।
ইয়াকুব আলী জানান, মাত্র ৬০ শতাংশ জমিতে জৈবসার ব্যবহার করে টমেটো ও বেগুন চাষে খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা। বর্তমানে তার ক্ষেতজুড়ে প্রচুর ফলন হওয়ায় আগামী এক সপ্তাহের মধ্যেই বাজারজাত করার আশা করছেন তিনি। বর্তমানে পাইকারি বাজারে টমেটোর দাম কেজিপ্রতি ১২০ থেকে ১৩০ টাকা।
এবারের আবহাওয়া অনুকূল থাকায় ২ লাখ ৫০ হাজার টাকার বিক্রির আশা করছেন তিনি। সকল খরচ বাদে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা লাভ হবে বলে আশা করছেন কমলগঞ্জের এই কৃষক।
তিনি বলেন, “অনেকে বলেন কৃষিতে আর লাভ হয় না, কিন্তু সঠিক পদ্ধতিতে চাষ করতে পারলে অবশ্যই লাভবান হওয়া যায়।”
মৌলভীবাজারের কমলগঞ্জের পলিমাটিতে শীতকালীন নানান সবজি চাষ করে কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি এসব সবজি জেলার বিভিন্ন এলাকার চাহিদা মেটাতেও সক্ষম হচ্ছেন।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, “টমেটো চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। আমন ধান কাটার পর আগাম জাতের টমেটো চাষে ভালো ফলন পাওয়া যায় এবং বাজারে প্রথম দফায় বেশি দাম পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন। আমরা চাষিদের আধুনিক প্রযুক্তি ও উচ্চফলনশীল জাত ব্যবহারে উৎসাহিত করছি।”
জৈবসার ব্যবহার করে বিষমুক্ত টমেটো চাষে ইয়াকুব আলীর এই সাফল্য দেখে এলাকার অনেক কৃষক এ পদ্ধতিতে চাষে আগ্রহী হচ্ছেন। এসব সবজির বাজারে চাহিদাও বেশি, ফলে কৃষকরা লাভবান হচ্ছেন।
