আলমডাঙ্গায় ৩৪০ ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ২

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৫:৫১ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারকুলা এলাকা থেকে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ সাদেকুর রহমান পলাশ (৩৮) ও লতিফ শেখ (২৭) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।

আটক সাদেকুর রহমান উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে এবং লতিফ শেখ একই উপজেলার গোবিন্দপুর গ্রামের ভিসারত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে পাইকপাড়া ক্যাম্পের ইনচার্জ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পারকুলা (আবাসন প্রকল্প) সংলগ্ন পাকা রাস্তায় একটি মোটরসাইকেলকে গতিরোধ করেন।

এরপর সাদেকুর ও লতিফ শেখকে আটক করে তাদের দেহ তল্লাশি করে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রাতেই থানায় একটি মামলা হয়েছে। আটক দুইজনকে বুধবার সকালে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।