হোসেনপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৬:০৭ | অনলাইন সংস্করণ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জে হোসেনপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন। হোসেনপুর উপজেলার সর্বত্র বিভিন্ন মসজিদে ব্যাটারি ও মাইক চোরি বৃদ্ধি পাওয়ায় ও মাদকের স্বর্গরাজ্যে পরিণত হওয়ার প্রতিকারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।
কমিটির সদস্য হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম বলেন, মাদকসেবীরা ভাঙারি ব্যবসায়ীদের সহায়তায় ভ্যানে করে মসজিদের ব্যাটারি চুরি করছে। তাই পুলিশকে নানা কৌশলে অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার ও সাজা প্রদানে জরুরি কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা কিশোর বয়সী ছাত্ররা বিদ্যালয় চলাকালে ক্লাস থেকে যাতে বের না হতে পারে এবং নিয়মিত পাঠদানে শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানান।
হোসেনপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ বলেন, হোসেনপুর বাজার ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত জানান।
সভাপতি কাজী নাহিদ ইভা ইউনিয়ন পরিষদের নিয়মিত আইন শৃঙ্খলা সভা করা ও গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করার জন্য চেয়ারম্যানদের অনুরোধ জানান।
হোসেনপুর থানার অফিসার ইনর্চাজ মারুফ হোসেন বিশেষ বক্তব্যে বলেন, উপজেলার জিনারী ইউনিয়নে পুলিশ ফাড়ি স্থাপন, বিভিন্ন মসজিদ ও বাসায় চুরি বিষয়ে টহল বৃদ্ধি এবং যানজট নিরসনে পুলিশ মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক এবিএম চঞ্চল, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, সাহেদল ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার শাহজান কবির, শিক্ষা অফিসার এমদাদুল হক, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকরা।
