সাভারে হোটেলে দেহ ব্যবসার অভিযোগে ৯ নারীসহ গ্রেপ্তার ২২
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২০:১৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

সাভারের বাজার বাসস্ট্যান্ড এলাকার দুবাই গেস্ট হাউজ নামে এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ নারীসহ ২২ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে সাভার মডেল থানা পুলিশের একটি দল এই অভিযান চালায়।
পুলিশ জানায়, হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে—এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তাদেরও আটক করা হয়। বুধবার দুপুরে আটক ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, অভিযানে ৯ নারীসহ মোট ২২ জনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
আটক ব্যক্তিদের মধ্যে কেউ স্বামী-স্ত্রী হতে পারেন। যাচাই-বাছাই শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, ওই হোটেলে দীর্ঘদিন ধরেই অবৈধ কার্যকলাপ চলছিল। রাতের বেলায় অচেনা মানুষের আসা-যাওয়া নিয়ে এলাকাবাসী আগে থেকেই সন্দেহ প্রকাশ করে আসছিলেন। একাধিকবার অভিযোগ জানানো হলেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন।
অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা হোটেল ব্যবসার নামে এ ধরনের অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।
