মুন্সীগঞ্জে ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২১:৪০ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি-সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখা।
বুধবার (১৫ আগস্ট) মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা অংশ নেয়।
মানববন্ধনে জেলা সভাপতি মুফতি মোহাম্মদ শাহাদাত হোসাইন লস্করপুরী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহমুদুল হাসান সুমন দেওয়ান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সহ সভাপতি মো. মহিউদ্দিন বেপারী, জয়েন্ট সেক্রেটারি মুফতি মোহাম্মদ সানাউল্লাহ কাসেমী, অর্থ ও প্রকাশনা সম্পাদক ডাক্তার মোহাম্মদ ওবায়দুল্লাহ সরদার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ সাঈদ আহমদ, মুন্সীগঞ্জ জেলার আওতাধীন উপজেলা এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৫ দফা দাবিগুলো হল—
১. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোটের আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
