চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৫:৫৪ | অনলাইন সংস্করণ

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। নয়তলা ভবনটিতে ৫ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দীন গণমাধ্যমকে জানান, এ পর্যন্ত ফায়ার সার্ভিসের ৬টি স্টেশনের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। 

তবে, আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।