পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ এইচএসসির ফলাফলে উপজেলায় শীর্ষে
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৭:২৮ | অনলাইন সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত হয়েছে। ফলাফল অনুযায়ী দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কলেজগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ।
সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ থেকে ২৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে ২৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪১ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছেন ৩১ জন। পাশের হার ৯৮. ৮৮ শতাংশ, যা উপজেলার ১২টি কলেজের মধ্যেকার ফলাফলে সর্বোচ্চ। অপরদিকে দ্বিতীয় পর্যায়ে রয়েছে পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজ। এ কলেজের পরীক্ষার্থী ছিলেন ৩৭৫ জন। উত্তীর্ণ হয়েছেন ৩৪৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন। পাশের হার ৯২ শতাংশ।
ফলাফলের ব্যাপারে পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, নিয়মিত অধ্যাবসায়, ক্লাসে উপস্থিতি ও শিক্ষকদের দিকনির্দেশনা ভালো ফলাফলের ক্ষেত্রে অনেকটা সহায়ক। এছাড়া আমরা অভ্যন্তরীণ পরীক্ষার সমূহে খাতা মূল্যায়ন সাপেক্ষে দুর্বল শিক্ষার্থীদের ব্যাপারে বিশেষ উদ্যোগ গ্রহণ করি এবং অভিভাবকদের অবগত করি। যারা জিপিএ-৫ পেয়েছে, ওই শিক্ষার্থীরা লেখাপড়ার ব্যাপারে যেমন ছিল আন্তরিক কলেজের শিক্ষকদেরও ছিল আন্তরিকতার সঙ্গে পাঠদান। আমরা আশা করছি আগামীতে আমাদের শিক্ষার্থীরা আরো ভালো ফল করবে।
এদিকে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য কলেজটির শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ধন্যবাদ জানিয়েছেন রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম। আগামীতে এ শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
