ডাক্তারের বাড়ির আমগাছে ঝুলছিল মানসিক রোগীর মরদেহ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৭:৩৬ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চিকিৎসকের বাড়ির আমগাছ থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত ব্যক্তি হলেন— বিশ্বনাথপুর উত্তরপাড়া বড়বাড়ির বাসিন্দা মো. লাল মিয়া (৭২)। বাড়ির উঠোনের আমগাছের ডালে ঝুলন্ত লাশটি দেখতে পান গৃহকর্মী মাজেদা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মো. লাল মিয়া নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং প্রায়শই ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা-এর কাছে চিকিৎসা নিতে আসতেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে​ গৃহকর্মী কাজ করতে এসে বাড়ির উঠোনে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পান। খবর পেয়ে মৃতের নাতি রায়হান মিয়া (১৯) ঘটনাস্থলে ছুটে আসেন এবং মরদেহটি শনাক্ত করেন।

​এ বিষয়ে চিকিৎসক ডা. গোলাম মোস্তফা জানান, “ওই ব্যক্তি প্রায়শই আমার কাছে আসতেন। আমি তাকে দেখে প্রেসক্রিপশন দিয়ে পাঠাতাম। মাঝে মধ্যে সে ক্ষুধার্ত থাকলে তাকে খাইয়ে দিতাম। তার এমন মৃত্যুতে আমি সত্যিই মর্মাহত।”

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রজিত কুমার দাস জানান, মৃতের ​সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।