নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৮:০৬ | অনলাইন সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আব্দুল বাতেন মিয়া (৬৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বুধবার রাত ৮টার দিকে উপজেলা সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর মোল্লাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আব্দুল বাতেন ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি সাতগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান মিয়ার পিতা। তিনি মাছের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল করিমের ছোট ভাই হাসিবুল হক হাসান গত ৩ অক্টোবর জুমার নামাজের পর মাদক ও সামাজিক অবক্ষয় নিয়ে মসজিদে বক্তব্য রাখেন। এর পরপরই হাসান গ্রুপ ও শাহজাহানের গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এর আগে এলাকায় আধিপত্য নিয়ে রেজাউল করিম ও ৩নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এই নিয়ে বুধবার রাত ৮টায় গ্রামের ওয়াজ মাহফিলে কোথায় অনুষ্ঠান হবে তা নিয়ে রেজাউল ও শাহজাহানের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে রেজাউল করিম ও তার ভাই হাসিবুল হাসান লোকজন নিয়ে শাহজাহানের লোকদের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বাতেনসহ ১০ জন আহত হন।

আহত বাতেন বৃহস্পতিবার সকাল ১০টায় মারা যান। নিহত বাতেনের ছেলে শাহজাহান বলেন, “কোন কোন কারণ ছাড়াই করিমের লোকজন আমাদের উপর হামলা করেছে। এতে আমার বাবা মারা গেছেন। আমরা এই ঘটনার বিচার চাই। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।”

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।