চাঁদপুরে জিপিএ-৫ পেয়ে এগিয়ে মেয়েরা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ২০:২৩ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে এবছর চাঁদপুর জেলার ৬৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ৩১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয় ৬ হাজার ৯৫৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২৭৬ জন এবং পাশের হার ৪৮ দশমিক ৬২ ভাগ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা সদরের কলেজগুলো থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
৬৯ কলেজের মধ্যে একটি কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কেউই পাস করেনি। জিপিএ-৫ এর মধ্যে এগিয়ে চাঁদপুর সরকারি মহিলা কলেজ। পাশের হারে এগিয়ে চাঁদপুর সরকারি কলেজ।
চাঁদপুর সরকারি কলেজে সকল বিভাগে অংশগ্রহণ করে ৫৪২ জন শিক্ষার্থী এর মধ্যে উত্তীর্ণ হয় ৪৯৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৭০ জন। পাশের হার ৯০ দশমিক ৯৬ শতাংশ।
চাঁদপুর সরকারি মহিলা কলেজে সকল বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৭৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয় ৫৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন। পাশের হার ৭৮ দশমিক ৩২ শতাংশ।
চাঁদপুর আলামিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫০৯ জন। এর মধ্যে উত্তীর্ণ হয় ৩৮৩ জন জিপিএ-৫ পেয়েছে ৭ জন। পাশের হার ৭৬ শতাংশ।
এছাড়া জেলার মতলব দক্ষিণ উপজেলার জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কেউই উত্তীর্ণ হয়নি।
