হোসেনপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৬:৩৬ | অনলাইন সংস্করণ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে ইউসুফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার পুমদী ইউনিয়নের বর্শিকুড়া গ্রামের কলিমের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ইউসুফ ওই গ্রামের কামাল মিয়ার প্রথম সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খেলার ছলে বাড়ির পাশে সাবেদ আলী মাস্টারের পুকুরের ধারে যায় সে। এক পর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়।
পরিবারের লোকজন শিশুটিকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর তাকে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।
অকাল এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
