চট্টগ্রামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৮:২৭ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের ফটিকছড়ি থানার আলোচিত প্রবাসী মো. ইউনুস হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোরশেদুল আলম প্রকাশ আবুল কালামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

খোরশেদুল আলম প্রকাশ আবুল কালাম (৫৮) নানুপুর এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খোরশেদুল আলম নগরীর চকবাজার এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ওলিখাঁ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। 

মৃত্যুদণ্ডের রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।