চাচিকে মারধর করে মাথায় জখম করার অভিযোগ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৬:২৩ | অনলাইন সংস্করণ

  দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুরে খড় চুরির বিষয়কে কেন্দ্র করে শামছুন্নাহার নামে এক গৃহবধূকে মারধর ও মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে বিরিশিরি ইউনিয়নের পশ্চিম কাপাসাটিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ বিষয়ে ওইদিনই গৃহবধূর স্বামী আছর উদ্দিন দুজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন পশ্চিম কাপাসাটিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মো. সেলিম (২১) ও মৃত দেওয়ান আলীর ছেলে রিয়াজ উদ্দিন (৪৭)।

অভিযোগ সূত্রে জানা যায়, আছর উদ্দিনের সঙ্গে অভিযুক্তদের পূর্ব থেকেই জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার আগের দিন বুধবার (১৫ অক্টোবর) রাতে রিয়াজ উদ্দিনের স্ত্রী সেলিনা খাতুন আছর উদ্দিনের বাড়ি থেকে খড় চুরি করে নিয়ে যান। এরই জেরে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৭টার দিকে আছর উদ্দিনের স্ত্রী শামছুন্নাহার বাড়ির সামনে সেলিনা খাতুনকে পেয়ে খড় চুরির বিষয়ে জানতে চান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে অভিযুক্ত সেলিম ক্ষিপ্ত হয়ে কাঠের চেলি হাতে নিয়ে দৌড়ে এসে শামছুন্নাহারকে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং মাথায় তিনটি সেলাই লাগে। ওই সময় আরেক অভিযুক্ত রিয়াজ উদ্দিন দৌড়ে এসে শামছুন্নাহারের চুল ধরে হেনস্তা করেন। এক পর্যায়ে সেলিম হত্যার উদ্দেশ্যে কাঠের চেলি দিয়ে শামছুন্নাহারের মাথায় আঘাত করেন। এতে গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

অভিযুক্ত সেলিম কৌশলে শামছুন্নাহারের কানে থাকা চার আনা ওজনের স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

শামছুন্নাহারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা খুনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় শামছুন্নাহারকে উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর স্বামী আছর উদ্দিন আইনের মাধ্যমে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহামুদুল হাসান বলেন, “ঘটনাটি আপনার মাধ্যমে অবহিত হয়েছি। খোঁজ নিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”