শ্রমিক সমাজকে সাথে নিয়ে ‘সমৃদ্ধ রংপুর’ গড়ার প্রত্যয়

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৯:১৯ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন আংশিক) আসনের দীর্ঘদিনের উন্নয়ন-বঞ্চনা দূর করতে এবং ভবিষ্যৎ উন্নয়নের ধারাকে শ্রমিক-বান্ধব করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মহানগর বিএনপির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের নেতা, দলের মনোনয়ন প্রত্যাশী সামসুজ্জামান সামু তার ‘সমৃদ্ধ রংপুর’ রূপকল্পের খসড়া উপস্থাপন করেন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের কাছ থেকে সরাসরি মতামত ও পরামর্শ গ্রহণ করেন।

শনিবার দুপুরে নগরীর রংপুর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এই পরামর্শ সভায় শ্রমিক সমাজকে রংপুর-৩ আসনের উন্নয়নের ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রতিশ্রুতি জানানো হয়। সভার মূল উদ্দেশ্য ছিল শ্রমিকদের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে উন্নয়নের কর্মপরিকল্পনা নির্ধারণ।

সভায় সামু বলেন, “রংপুর-৩ আসনে বিগত বছরগুলোতে যে উন্নয়ন হয়েছে, তা পর্যাপ্ত নয়। আসল পরিবর্তন আনার মূল চালিকাশক্তি হল শ্রমিকরা। স্বাধীনতার পর থেকে এই সদর আসনের শ্রমিক সমাজ ন্যায্য অধিকার ও সম্মান থেকে বঞ্চিত। আমাদের পরিকল্পনা শ্রমিক-কেন্দ্রিক। রংপুর শহরে শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল স্থাপন, ন্যায্য মজুরি নিশ্চিত করা, বয়স্ক শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়ন, বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বল্পমূল্যে ভাড়া ও পরিবহন সুবিধা প্রদান করা হবে।”

সভায় বক্তৃতা করেন জাতীয়তাবাদী শ্রমিক দল রংপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী, বিটিসিএল শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদ আলম, টিএনটি শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান, মহানগর রিকশা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খলিল মিয়া, অটো শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিবাকর ভৌমিক লোটন, রংপুর বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজু মিয়া, রংপুর সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম, রংপুর স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ হোসেন, রংপুর বিভাগীয় দাহ পদার্থ ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন লাললু, স্টীল ও ইঞ্জিনিয়ারিং শ্রমিক নেতা হামিদুল ইসলাম, রংপুর হোটেল ও রেস্তরা শ্রমিক নেতা মুশফিকুর রহমান, উত্তরা ব্যাংক শ্রমিক নেতা সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ কর্মচারি ইউনিয়ন গণপূর্ত বিভাগের সাধারণ সম্পাদক সমর কুমার।

সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল, রেজাউল ইসলাম লাবলু, প্রভাষক শাহিনুল ইসলাম শাহিন, মহসীন আলী, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম সবুজ, মহানগর ওলামা দলের আহ্বায়ক মাও. জামাল উদ্দিন ফয়জী, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, জেলা যুবদলের কোষাধ্যক্ষ আশরাফুল আলম ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক আল মুরসালিন মুন্না।

সভায় শ্রমিক সংগঠনের নেতারা এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, “দীর্ঘদিন পর একজন নেতা আমাদের কাছে এসে আমাদের সুখ-দুঃখ শুনলেন এবং বাস্তবসম্মত পরিকল্পনা উপস্থাপন করলেন। আমরা চাই এসব প্রতিশ্রুতি বাস্তবায়িত হোক। শ্রমিকদের জন্য কর্মক্ষেত্রে নিরাপত্তা, চিকিৎসা, কর্মঘন্টা, আর্থিক সহায়তা ও অসুস্থ সময়ে ছুটির বিষয় নিশ্চিত করতে হবে। এছাড়া সড়ক পথে পুলিশি হয়রানি ও জরিমানা বন্ধ করা হোক।”

পরামর্শ সভার শেষে সামু বলেন, ‘আমার উপস্থাপিত সমৃদ্ধ রংপুর উন্নয়ন রূপকল্প কোনো দলীয় এজেন্ডা নয়। এটি রংপুরের মানুষের প্রাণের দাবি। শ্রমিক ভাইয়েরা যদি পাশে থাকেন, তবে আমরা ঐক্যবদ্ধভাবে রংপুর-৩ আসনে বৈষম্যমুক্ত, শিল্প-সমৃদ্ধ ও মানবিক জনপদ প্রতিষ্ঠা করতে পারব।’