রংপুরে ১৪ দিন মেয়াদী আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ২১:০০ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আনসার বাহিনীর গুরুত্ব তুলে ধরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল (বিভিএম, পিভিএমএস) বলেছেন, দেশপ্রেম, শৃঙ্খলা ও আর্থ-সামাজিক উন্নয়নে আনসার মৌলিক প্রশিক্ষণার্থীদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।
শনিবার (১৮ অক্টোবর) রংপুর নগরীর মাহিগঞ্জে জেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিন মেয়াদী উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি উপমহাপরিচালক আরও বলেন, “আনসার-ভিডিপি দেশের দক্ষ জনশক্তি তৈরির কারখানা। সে কারণেই আনসার-ভিডিপির পক্ষ থেকে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে।”
তিনি আরও বলেন, প্রশিক্ষণ শুধু দক্ষতা বৃদ্ধির জন্য নয়, বরং জাতির নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রশিক্ষিত আনসার সদস্যদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিতে হবে।
উপমহাপরিচালক বলেন, আনসার মৌলিক প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে। গ্রামাঞ্চলে অসামাজিক কার্যকলাপ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে দলগতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধাপে ধাপে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, প্রশিক্ষণের মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠা গড়ে তুলতে হবে এবং দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার-ভিডিপির রংপুর জেলা কমান্ড্যান্ট ও প্রশিক্ষণ কোর্সের অধিনায়ক রাশেদুল ইসলাম বিএএমএস। উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত।
কাউনিয়া উপজেলা প্রশিক্ষক মো. জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন আনসার প্রশিক্ষক, মনিটরিং ও গণসংযোগ সহকারী এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে ৪ জন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয় এবং সকল প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। উপমহাপরিচালকের উপস্থিতিতে প্রশিক্ষণার্থীরা দেশ রক্ষার শপথ পাঠ করে।
এসময় প্রশিক্ষণার্থীদের ৬ রাউন্ড করে শর্টগান দিয়ে গুলি ছোড়ার অনুশীলন করা হয়।
