শাহজাদপুরে শিশু পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ২১:২৩ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকায় আধুনিক পৌর শিশু পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার দুপুরে এ পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. কামরুজ্জামান।
এ সময় তিনি বলেন, পৌর এলাকার দ্বারিয়াপুর বাজার থেকে বিসিক বাসস্ট্যান্ড রোড সংলগ্ন অত্যাধুনিক শিশু পার্ক নির্মাণ করা হবে। ৭১ শতাংশ জমির উপর নির্মিত এ পার্কে শিশুদের নানান ধরনের খেলার সরঞ্জাম থাকবে। ইতিমধ্যেই পার্ক নির্মাণের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করায় শাহজাদপুর পৌরবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। এদিকে, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী মহল এই জমি অবৈধভাবে দখল করে রেখেছিল।
এ অনুষ্ঠানে মিল্কভিটার সাবেক পরিচালক ও বিএনপি নেতা জাকির হোসেন, নির্বাহী প্রকৌশলী হারুন অর-রশিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, বিএনপি নেতা রোসনাই আলী, জামায়াত নেতা মহি উদ্দিন মহির, রবির ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় সরকার, মোস্তাফিজুর রহমান নয়ন, রিংক, আবু আল মঈন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
