ফুলবাড়ীতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ২১:৩২ | অনলাইন সংস্করণ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

তরুণ ছাত্র সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে রক্ষা এবং নিয়মিত শরীরচর্চা কার্যক্রমের অংশ হিসেবে ফুলবাড়ীতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সারাদেশে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮ ঘটিকায় ধরলা ব্রিজ থেকে শুরু হয়ে কাছারি মাঠে শেষ হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফুলবাড়ী উপজেলার শাখার আয়োজনে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী পশ্চিম সাংগঠনিক থানা শাখা শিবিরের সভাপতি ছাত্রনেতা মো. মিরাজ হোসেনের সভাপতিত্বে এর উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সম্মানিত আমির মাওলানা আব্দুল মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রংপুর মহানগরীর শিবির নেতা মো. সোহেল হোসেন, ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী অফিস সম্পাদক মাস্টার বেলাল হোসেন, কুড়িগ্রাম জেলা শিবিরের সাবেক অফিস সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম রানা এবং ফুলবাড়ী উপজেলা ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।
