চুয়াডাঙ্গায় নারীসহ কথিত মানবাধিকার সংস্থার চেয়ারম্যান আটক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৮:৩৮ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার একটি বাড়ি থেকে হ্যানি ট্রাপ ও মাদক সম্পৃক্ততার অভিযোগে কথিত মানবাধিকার সংস্থার চেয়ারম্যান পরিচয় দানকারী খালিদ হাসান (৪০) ও নারী উদ্যোক্তা রোজা ইসলাম (২৮) নামে এক নারীকে আটক করেছে এলাকাবাসী।

শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত খালিদ হাসান আলমরা উপজেলার পাইকপাড়া এলাকার বাসিন্দা এবং চুয়াডাঙ্গার শহরের বাগানপাড়া এলাকার শফিউল ইসলামের জামাতা ও রোজা শহরের মুক্তিপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার এক নির্জন বাড়ি থেকে খালিদ হাসান ও রোজা ইসলামকে নেশা জাতীয় দ্রব্যসহ আটক করে এলাকাবাসী। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে থানা হেফাজতে নেয়।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে খালিদ হাসান নিজেকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান পরিচয় দিয়ে এলাকার সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে আসছিল। একই পরিচয় বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছ থেকেও নানান সুবিধা নেওয়ার চেষ্টাও করেন তিনি।

রোজা ইসলাম বলেন, খালিদের সাথে সপ্তাহ খানেক আগে পরিচয় হয়। বেশ কিছু ছেলে তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন। দুই দিন আগে খালিদের সাথে পৌরসভার পিছনে তার দেখা হয়। তিনি তার সমস্যার কথা খালিদের কাছে বলেন। খালিদ তাকে পরামর্শ দেন ওই ছেলেদের কৌশলে ডেকে নিয়ে এসে মাদকসহ ধরে তাদের কাছ থেকে মোট অঙ্কের টাকা আদায় করতে হবে। কথা মত শনিবার সন্ধ্যায় খালিদের দেওয়া ঠিকানা অনুযায়ী বাগানপাড়ায় একটি বাড়িতে যায়।

চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খালিদ হাসান এর আগেও থানায় এসে নিজেকে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানের চেয়ারম্যান দাবি করে বিভিন্ন সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। এই ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।