দোকান লুট-অগ্নি সংযোগের অভিযোগ, বিএনপির ৬ নেতা কারাগারে
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৯:০০ | অনলাইন সংস্করণ
বরগুনা প্রতিনিধি

বরগুনায় এক ব্যবসায়ীর দোকান লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপি সমর্থিত তিন ইউপি সদস্য সহ ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (১৯ অক্টোবর) দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ এ আদেশ দেন।
অভিযুক্তরা হলেন— বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের মো. হায়াত মাহমুদ মিল্টন, মো. মোলায়মান কবির, মো. শফিকুল ইসলাম ওরফে জামাল মল্লিক, এমদাদুল হক মিলন, মো. আকতারুল হক এবং মো. শাহজাহান মুন্সী।
মামলার বাদী মোসা. মুন্নীর অভিযোগ, তার স্বামী মো. মনিরুজ্জামান এম বালিয়াতলী ইউনিয়নের মাইঠা ব্রিজ স্ট্যান্ডে ১৫ বছর যাবৎ সার, কীটনাশক, বিভিন্ন প্রজাতির বীজ, মোবাইল রিচার্জ ও বিকাশের ব্যবসা করছেন। গত বছরের ৫ আগস্ট রাতে সরকার পতনের পর ওই দোকানে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়, যার ফলে ৪২ লাখ ৬৬ হাজার ৮০০ টাকার ক্ষতি হয়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলাটি গ্রহণ করে নয়জন আসামির বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত করে। এরপর তদন্তকারী কর্মকর্তা এইচ এম মেহেদী আটজন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
বাদী মোসা. মুন্নী জানান, মামলার প্রায় এক বছর দুই মাস পর আদালতে হাজির হন এবং জামিনের আবেদন করেন। আদালত প্রিন্স নামের এক আসামিকে জামিন দিলেও বাকি ছয়জনের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী আবদুল ওয়াসি মতিন জানান, তার মক্কেলরা জামিনে ছিলেন এবং কোনো শর্ত ভঙ্গ করেননি।
তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের ঘটনার মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাহার প্রক্রিয়াধীন। তিনি উচ্চ আদালতে জামিনের আবেদন করবেন।
রাষ্ট্রপক্ষের এপিপি মো. ইসরাত হোসাইন সুমন বলেন, পুলিশ তদন্ত করে সত্য প্রকাশ করে চার্জশিট দিয়েছে।
এই ঘটনার ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় জনগণের মধ্যে ব্যবসার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ ধরনের ঘটনা রাজনৈতিক উত্তেজনা বাড়াবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
