পটিয়ায় পিকআপ ও বাস মুখোমুখি সংঘর্ষে আহত ২০
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৯:৩০ | অনলাইন সংস্করণ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পটিয়া বাইপাস সড়কের বাকখালী পয়েন্টে পিকআপ ও পিকনিক বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) ভোর ৫টার দিকে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন— সিলেট সুনামগঞ্জের আলম (২২), ময়মনসিংহের চান মিয়া বাবুর্চি (৫৭), টঙ্গীর মালিশা আক্তার (১৮), ভোলার সজীব (২৫), ভোলার মো. মিজান (৪৭), কুমিল্লার তৌহিদুল ইসলাম (৬৩), ময়মনসিংহের বিপ্লব হাসান (২১), ময়মনসিংহের হাসান আলী (২৪), আবদুল আজিজ (৩৬), স্বাধীন (১৪), বোয়ালখালী উপজেলার সিরাজ আহমদ (২০), একই উপজেলার আনিসুল ইসলাম (১৯)। আহতদের মধ্যে ৩ জনকে পটিয়া হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, কক্সবাজার ছেড়ে আসা ঢাকা যুব উন্নয়ন ফাউন্ডেশনের আনন্দ ভ্রমণের একটি বাস পটিয়া বাইপাসের বাকখালী পয়েন্টে পৌঁছলে বিপরীতমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকনিকের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় পিকনিকের গাড়িতে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জাহাঙ্গীর আলম জানান, পিকনিকের গাড়ির সাথে মাছবাহী একটি পিক-আপের মুখোমুখি সংঘর্ষে বেশিকিছু যাত্রী হয়েছেন। দুর্ঘটনার পর মাছের পিকআপ থেকে অনেকে মাছ ও বিভিন্ন মালামাল লুট করেছে কিছু ব্যক্তি। যা দুঃখজনক।
পটিয়া জরুরি বিভাগের ডাক্তার মিন্টু ধর জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি জসীম উদ্দীন জানান, বাস ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে একটি পিকনিকের বাস উল্টে খাদে পড়ে গেছে। গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।
