চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কর্মবিরতি

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৫:২৩ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এবং মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে চুয়াডাঙ্গা জেলার সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।

সোমবার (২০ অক্টোবর) সকালে বিদ্যালয়ে শিক্ষকরা এলেও পাঠদান না হওয়ায় শিক্ষার্থীরা অলস সময় কাটাচ্ছে। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং বিড়ম্বনায় পড়েছেন ছাত্রছাত্রীরা।

শিক্ষা বিভাগ আশা করছে, শিগগিরই এই সমস্যা সমাধান হবে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফিরবেন না বলে জানিয়েছেন শিক্ষকরা। পাঠদান থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকেরাও।

জানা যায়, শিক্ষকদের এই আন্দোলনের কারণে শ্রেণি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণিতে থাকাকালে করোনা মহামারির কবলে পড়েছিল। পরে নবম শ্রেণিতে পড়ার সময় নতুন কারিকুলামের জটিলতায় পড়েছিল তারা। এবার এসএসসি পরীক্ষার আগে শিক্ষকদের আন্দোলনে দিশেহারা হয়ে পড়েছে শিক্ষার্থীরা।

জীবননগর উপজেলার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জেরিন সুলতানা বলেন, “সামনে আমাদের এসএসসি পরীক্ষা। টেস্ট পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে। এ অবস্থায় সিলেবাস সম্পন্ন করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অন্তর্বর্তী সরকারের উচিত আমাদের শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়া।”