দিনাজপুরে সাংবাদিকতা বিষয়ক রিভিউ প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৮:২০ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

সোমবার দিনাজপুর শহরের বালুবাড়ি পল্লীশ্রী মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের নিয়ে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক রিভিউ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় ২৫ জন ফেডারেশন যুব ফোরাম সদস্য অংশগ্রহণ করেন।

আরডিআরএস বাংলাদেশ এর দিনাজপুর জেলার কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার সুমিত্র কুমার সরকারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন প্রথম আলো পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি রাজিউল ইসলাম রাজু।

বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশ মনে করে, এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে যুব সমাজ সাংবাদিকতার ওপর ধারণা পাবে এবং সাংবাদিকতা পেশায় আসার জন্য উৎসাহিত হবে। ফলে ফেডারেশন যুব ফোরামের সদস্যরা নিজ উদ্যোগে সাংবাদিকতাকে একদিন পেশা হিসেবে গ্রহণ করতে পারবে।

একদিকে যেমন নিজেরা স্বনির্ভর হবে, অন্যদিকে সমাজের দুনীতি ও অসহায় নারী-পুরুষদের বিষয় লিখে সুন্দর একটি সমাজ উপহার দিতে পারবে।

প্রসঙ্গত, সভাপতির বক্তব্যে সুপারভাইজার সুমিত্র কুমার সরকার বলেন, আরডিআরএস বাংলাদেশ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যুব ফোরামের সদস্যদের দক্ষ ও স্বনির্ভর করার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। রাষ্ট্রের সকল প্রকার বৈষম্য দূর করতে ফেডারেশন যুব ফোরাম সদস্যরা যথেষ্ট ভূমিকা রাখবে।

প্রশিক্ষক প্রথম আলো পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি রাজিউল ইসলাম রাজু বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। তরুণরা তাদের মেধা এবং মনোনিবেশ কাজে লাগিয়ে সাংবাদিকতা করলে সমাজের প্রকৃত চিত্র ফুটে উঠবে।