শেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৯:৪২ | অনলাইন সংস্করণ

  শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুর জেলার সদর থানাধীন সোনার বাংলা এলাকায় রবিবার (১৯ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করে ফরিদ মিয়া নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তারকৃত ফরিদ মিয়া শেরপুর সিআর ১১১২/২৩ নম্বর মামলার আসামি। ২০২৩ সালের ২৪ নভেম্বর যৌতুক নিরোধ আইনে দায়ের করা মামলায় তিনি ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক ছিলেন। 

ফরিদ মিয়া শেরপুর সদর উপজেলার চর শেরপুর নয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।