মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৯:৪৯ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে আদালত প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা।

এসময় আইনজীবীদের ডিগবার কিক ফুটবল খেলা দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। পরে পুরুষ ও মহিলা আইনজীবীদের আরো কয়েকটি খেলা অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আলমের সভাপতিত্বে ও সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান রাজীবের সার্বিক পরিচালনায় এডভোকেট সুমন সরদারের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী (জিপি) ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন, স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ঢালী, সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান, ভিপি কৌশলী অ্যাডভোকেট মজিবুর রহমান শেখ, সাবেক সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন।

আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নুর হোসেন, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আরিফ আহম্মেদ প্রমুখ।