জুবায়েদ হত্যার বিচারের দাবিতে নকলায় বিক্ষোভ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ২০:৪৫ | অনলাইন সংস্করণ

  নকলা (শেরপুর) প্রতিনিধি

ছাত্রদল নেতা মো. জুবায়ের হোসেন-কে হত্যার প্রতিবাদে এবং দ্রুত দৃষ্টান্ত মূলক বিচারের দাবিতে শেরপুরের নকলায় সরকারি হাজী জালমামুদ কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দের ডাকে এই মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সরকারি হাজী জালমামুদ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রহমান ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও ছাত্রনেতা মো. তারেক প্রমুখ।

এসময় ছাত্রদল নেতা আরমান হোসেন পার্থ, উমর ফারুক রাব্বী, শাহরিয়ার হাসান শুভ, মুন আহমেদ, সাইফুল ইসলাম সিমনসহ কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ ও স্থানীয় স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।