সাটুরিয়ায় ডোবা থেকে বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ২১:২৯ | অনলাইন সংস্করণ

  সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় বাড়ির সামনে ডোবা থেকে লক্ষ্মী রাজবংশী নামে অসুস্থ এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে দড়গ্রাম ইউনিয়নের পূর্ব বটতলা এলাকার ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লক্ষ্মী রাজবংশী (৯৫) ওই এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী ছিলেন।

নিহতের ছেলে ঝন্টু রাজবংশী জানান, রবিবার রাত একটার দিকে মায়ের ঘরে গিয়ে তাকে না পেয়ে সারারাত খোঁজাখুঁজি করি, কিন্তু কোথাও পাইনি। সকালে বাড়ির সামনের ডোবায় মায়ের মরদেহ দেখতে পাই।

স্থানীয় বাসিন্দা প্রণব দাস বলেন, লক্ষ্মী রাজবংশীর তিন ছেলের কেউই তার ভরণপোষণ দিতেন না। তার বড় মেয়ে তাকে নিজের শ্বশুরবাড়িতে রেখে দেখাশোনা করতেন। কয়েকদিন আগে বড় ছেলে রঞ্জিত মাকে নিয়ে আসেন। এরপরই এ ঘটনা ঘটে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, সকালে বাড়ির সামনের ডোবার পানিতে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। আমরা মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে হত্যা নাকি অপমৃত্যু তা বোঝা যাবে।