সিরাজগঞ্জে ট্রাকচাপায় এলজিইডির প্রকৌশলী নিহত
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ২১:৩৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকচাপায় প্রকৌশলী রবিন ইসলাম (৩০) নিহত হয়েছেন।
রোববার রাতে উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় বগুড়া-নগড়বাড়ি মহাসড়কে বগুড়ার কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে নিহত হন তিনি।
নিহত রবিন ইসলাম একই এলাকার সাহেবগঞ্জ দত্তকুশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি বগুড়া এলজিইডি বিভাগের উপ-সহকারি প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রকৌশলী রবিন ইসলাম রোববার রাতে বগুড়ার কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় উল্লেখিত এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আনে এবং কোনো অভিযোগ না থাকায় রাতেই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। তার জানাযায় এলাকার বহু ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
