সিরাজগঞ্জে বিএনপি নেতার পদ স্থগিত, অপরজনকে শোকজ
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৮:৫৫ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির এক নেতার পদ স্থগিত ও অপর নেতাকে শোকজ করা হয়েছে।
তারা হলেন— সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিটন মিয়া ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।
সোমবার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিটন মিয়াকে আগেও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। এরপরও সংশোধন না হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগে তার সব পদ স্থগিত করা হল।
অপর নোটিশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওমর ফারুককে আগেও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। পুনরায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ ওঠায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না তা আগামী ৩ দিনের মধ্যে লিখিত আকারে জবাব দিতে নির্দেশনা দেয়া হল।
এ বিষয়ে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক জনের সব পদ স্থগিত ও আরেক জনকে শোকজ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত রাখতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
