পাবিপ্রবির লেকে ১৪০ কেজি মাছের পোনা অবমুক্ত

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ২০:০৬ | অনলাইন সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকে তিন প্রজাতির ১৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পাবনা জেলা মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, জেলা মৎস্য অফিস এর আগেও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে মাছের পোনা অবমুক্ত করেছেন। তারই ধারাবাহিকতায় এবারও পোনা অবমুক্ত করা হলো। এগুলো বড় হলে শিক্ষার্থীরা এর উপকার পাবেন। তিনি শিক্ষার্থীদের ছোট মাছ না ধরার জন্য আহবান জানান।

জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল বলেন, বিশ্ববিদ্যালয়ের লেক মাছ চাষের জন্য আদর্শ জায়গা। শিক্ষার্থীদের আমিষের কথা চিন্তা করে আমরা রাজস্ব খাতের আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরে ১৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করেছি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এসময় প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেন চৌধুরী, এষ্টেটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুজা উদ্দিন, মৎস্য অফিসের খামার ব্যবস্থাপক ড. মনা আশিষ চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল হালিম ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার উপস্থিত ছিলেন।