দুর্গাপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৬:০১ | অনলাইন সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

‘হাত ধোয়ার নায়ক হোন’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা আফরোজের সভাপতিত্বে ও উপজেলা একাডেমি সুপারভাইজার নাসির উদ্দীনের শিক্ষা সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী আসগর।
এছাড়া অন্যান্যের মাঝে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম, উপজেলা প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, দুর্গাপুর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওয়ালী হাসান কলি প্রমুখ।
বক্তারা বলেন, হাত ধোয়া শুধু পরিচ্ছন্নতার প্রতীক নয়, এটি একটি জীবন রক্ষাকারী অভ্যাস। নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ সম্ভব। তারা সবাইকে সচেতনতা ছড়িয়ে দিতে ও নিজে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানান।
এসময় শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে অংশগ্রহণকারীদের মাঝে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়।
